ওমিক্রন রোধে নেদারল্যান্ডসে কঠোর লকডাউন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন মোকাবিলায় বড়দিনকে কেন্দ্র করে কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদার‌ল্যান্ডস সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাউথ আফ্রিকান এই ধরন রোধে পানশালা, জিম, অপ্রয়োজনীয় দোকান, সেলুনসহ অন্যান্য পাবলিক ভেন্যু আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার (১৮ ডিসেম্বর) এক ঘোষণায় জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট্টে।

বিজ্ঞাপন

লকডাউন রোববার (১৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানান ডাচ প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই পদক্ষেপ নেওয়া ‘অনিবার্য’ ছিল। আমি এখানে বিষণ্ণ হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছি। নেদারল্যান্ডসের নতুন নিয়মগুলি এখন পর্যন্ত ওমিক্রনের জন্য ঘোষণা করা সবচেয়ে কঠোর।

বিজ্ঞাপন

নতুন এই বিধিনিষেধের আওতায় দেশটির জনগণকে যতটা সম্ভব ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। লকডাউনের আওতায় নিত্য প্রয়োজনীয় ছাড়া অন্যান্য পণ্যের দোকান, পানশালা, শরীরচর্চা কেন্দ্র, সেলুন এবং অন্যান্য জনসমাগমের জায়গাগুলো বন্ধ থাকবে। বাড়িতে দু’জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে না।