ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ প্লেন
হঠাৎই রেললাইনের ওপর আছড়ে পড়ল একটি প্লেন। সেইসময়েই দ্রুত গতিতে আসতে থাকা একটি ট্রেন দুমড়েমুচড়ে দিল প্লেনটিকে। ভাগ্যক্রমে এমন ভয়াবহ ঘটনায় বেঁচে গেছেন প্লেনের পাইলট। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার হোয়াইটম্যান এয়ারপোর্টের কাছে।
রয়টার্সের সূত্রে জানা যায় বৈদ্যুতিক গোলযোগের কারণে রেললাইনের উপর আছড়ে পরে একটি প্লেনটি। সংঘর্ষের ঠিক আগ মুহূর্তেই প্লেনে থাকা পাইলটকে উদ্ধার করতে সক্ষম হন লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের কয়েকজন পুলিশ সদস্য।
পুলিশ সদস্যদের বডিক্যাম ফুটেজে দেখা যায়, পাইলটকে উদ্ধার করার পর পরই লাইনের উপর পড়ে থাকা প্লেনটির সাথে সংঘর্ষ হয় ট্রেনের। মুহূর্তেই প্লেনটি চূর্নবিচূর্ণ হয়ে ছড়িয়ে পরে চারদিকে।
ফেডারাল এভিয়েশন অথরিটি জানায়, বিমানটি ছিল একটি সিঙ্গেল ইঞ্জিন সেসনা ১৭২। বিমানটিতে শুধুমাত্র তার পাইলট ছিলেন। পাইলট আহত হওয়া ছাড়া আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এফএএ ও এনটিএসবি এই দুর্ঘটনার তদন্ত করবে।
তারা আরও জানায় , বিধ্বস্ত হওয়ার কারণে বিমানটিতে কোনো আগুনের সৃষ্টি হয়নি।
লস এঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এখন পর্যন্ত বিমানের ধ্বংসাবশেষ সেখান থেকে সরানো হয়নি ফলে এলাকাটিতে ট্রেন চলাচল সীমিত করা হয়েছে।