যুক্তরাষ্ট্র ও জাপান উপকূলে সুনামি সতর্কতা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের অগ্ন্যুৎপাতের পর যুক্তরাষ্ট্র ও জাপান উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে উপকূল থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, জাপানের উপকূলে সমুদ্রে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ এবং দেশটির দক্ষিণে ১ দশমিক ২ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে তীব্র স্রোত ও ঢেউয়ে দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় সাগরতলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সাগরতলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর একটি গির্জা ও কয়েকটি বাড়িতে পানি উঠে গেছে।

নিউজিল্যান্ডের জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে বড় বড় ঢেউ দেখা দিয়েছে।

এছাড়া আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। রাজধানী নুকুয়ালোফায় দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়ছে আগ্নেয়গিরির ছাই।