এরদোয়ানকে অপমান করার অভিযোগে নারী সাংবাদিক আটক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অপমান করার অভিযোগে দেশটির এক নারী সাংবাদিককে আটক করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) সেদেফ কাবাস নামের ওই সাংবাদিককে আটক করা হয়। ইস্তাম্বুলের একটি আদালত বিচারকাজ শুরুর আগ পর্যন্ত তাঁকে কারাগারে থাকতে নির্দেশ দিয়েছেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।
বিরোধী দলের একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এরদোয়ানকে উদ্দেশ করে খুব প্রচলিত একটি প্রবাদ বলেন সেদেফ কাবাস। টিভি চ্যানেলের ওই লাইভ শোতে সাংবাদিক সেদেফ কাবাস বলেন, বিখ্যাত একটি প্রবাদ রয়েছে- রাজমুকুটধারীরা জ্ঞানী হন। তবে এটি সত্য নয়। টেলি ওয়ান চ্যানেলকে সাংবাদিক সেদেফ কাবাস আরও বলেন, রাজপ্রাসাদে ষাঁড় ঢুকলেই সে রাজা হয়ে যায় না, বরং প্রাসাদটাই গোয়ালঘর হয়ে যায়।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান মুখপাত্র ফাহরেতিন আলতুন সাংবাদিক সেদেফ কাবাসের মন্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন।
বিবৃতি তিনি বলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সম্মান আমাদের দেশের সম্মান... আমাদের রাষ্ট্রপতি এবং তার অফিসের বিরুদ্ধে করা অশ্লীল মন্তব্যের তীব্র নিন্দা জানাই।
তুরস্কের আইনমন্ত্রী আব্দুল হামিদ গুল বলেছেন, সেদেফ কাবাস তার এই মন্তব্যের জন্য যে শাস্তি প্রাপ্য তা সে পাবে।
তবে, আদালতে দেওয়া বিবৃতিতে সেদেফ কাবাস প্রেসিডেন্টকে অবমাননা করার কথা অস্বীকার করেছেন।