ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এরদোয়ান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার (০৫ জানুয়ারি) টুইটারে তিনি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বিজ্ঞাপন

টুইটারে এরদোয়ান জানান, হালকা লক্ষণ দেখা দিলে আমি ও আমার স্ত্রী করোনাভাইরাসের পরীক্ষা করায়। এতে দুই জনেরই পজিটিভ এসেছে।

তুর্কি প্রেসিডেন্ট জানান, তিনি বাড়ি থেকে কাজ চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) ইউক্রেন সফর করেন এরদোয়ান। ওইদন রাজধানী কিয়েভে পৌঁছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

৬৭ বছরের এরদোয়ান ২০২১ সালের জুনে করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছিলেন।

মহামারির শুরু হওয়ার পর থেকে তুরস্কে কোভিড -১৯ এর প্রায় ১ কোটি ২০ লাখ করোনায় আক্রান্ত হয়েছে এবং প্রায় ৯০,০০০ মৃত্যুবরণ করেছে।