ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ান সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একজন সিরিয়ান সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তাসংস্থা সানা জানিয়েছে, ‘অধিকৃত গোলান উপত্যকা থেকে’ দামাস্কের কাছে এ হামলা চালানো হয়েছে। তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

বিজ্ঞাপন

বুধবার ভোর রাতের দিকে এ হামলা চালানোর কথা স্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ইসলায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে সিরিয়া থেকে চালানো হয়েছে অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র। এর জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়ার লক্ষ্যবস্তুগুলোতে এসব হামলা চালিয়েছে।

গত এক দশকে ইসরায়েল সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন লক্ষ্যে শত শত হামলা চালিয়েছে। তবে এ নিয়ে সিরিয়ার সরকারকে খুব একটা কথা বলতে দেখা যায় না।

বিজ্ঞাপন

তেল আবিব (ইসরায়েলের রাজধানী) বলছে, তারা লেবাননের হিজবুল্লাহসহ ইরান সমর্থিত গ্রুপগুলোর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষ হয়ে লড়াই করে চলেছে।