ইউক্রেনে হামলার অজুহাত তৈরি করতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া যে কোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে আর হামলার জন্য আকস্মিকভাবে অজুহাত তৈরি করতে পারে বলেছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন রোববার (১৩ ফেব্রুয়ারি) ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি রক্ষা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটিয়েছে রাশিয়া। সংকট নিরসনে ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত তাতে সফলতা আসেনি। যুক্তরাষ্ট্র বারবার বলছে ইউক্রেনে আগ্রাসন আসন্ন। মস্কো এই পরিকল্পনার কথা অস্বীকার বলে আসছে পশ্চিম ভীতি ছড়াচ্ছে।

তবে, মস্কো এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

জার্মান চ্যান্সেলর ওলাফ শ্যুলজ সোমবার কিয়েভ সফরে যাচ্ছেন। মঙ্গলবার মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তেজনা নিরসনে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। এছাড়া মস্কো আগ্রাসন চালালে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জার্মান এক কর্মকর্তা বলেছেন, এই সফরে বার্লিন নির্দিষ্ট কোনও ফলাফল আশা করে না তবে কূটনীতি গুরুত্বপূর্ণ।