দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনে হামলা করবে রাশিয়া: ফ্রান্স
যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে এবার সরব হলো ফ্রান্সও। ইউক্রেনে যে কোন মুহুর্তে আগ্রাসন চালাতে পারে রাশিয়া বলে হুঁশিয়ারি জারি করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে ড্রিয়ান। খবর রয়টার্সের।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করার পরে যেকোনোও মুহূর্তে দেশটি ইউক্রেনের ওপর বড় ধরনের আক্রমণ করতে পারে।
সোমবার ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলে ইউক্রেনে হামলা চালানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, হ্যা, সেখানে সকল সরঞ্জাম ও উপাদানই আছে। খুব দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনে হামলা করা সম্ভব।’
ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটিয়েছে রাশিয়া। সংকট নিরসনে ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত তাতে সফলতা আসেনি। যুক্তরাষ্ট্র বারবার বলছে ইউক্রেনে আগ্রাসন আসন্ন। মস্কো এই পরিকল্পনার কথা অস্বীকার বলে আসছে পশ্চিম ভীতি ছড়াচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র বলছে, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করে বসতে পারে রাশিয়া। একই আশঙ্কা প্রকাশ করছে ওয়াশিংটনের অন্যান্য মিত্র দেশগুলোও। এমনকি বুধবার (১৬ ফেব্রুয়ারি) এই হামলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। যদিও নির্দিষ্ট কোনো তারিখের কথা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে বাইডেন প্রশাসন।
এদিকে রাশিয়ার আগ্রসনের বিরুদ্ধে ইউক্রেনের পাশে থাকার বার্তা আগেই দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলো। ফ্রান্সও এই ইস্যুতে ইউক্রেনের পক্ষেই রয়েছে। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে কাছাকাছি আসতে শুরু করেছে রাশিয়া ও চীন।
গত রোববার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, রাশিয়া আগামী বুধবার (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা করার পরিকল্পনা করছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইঙ্গিত দিয়েছে। তবে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলছেন, বুধবারই ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।