বৈঠকে বসতে যাচ্ছেন রুশ-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংকট সমাধানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। আগামী বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (০৭ মার্চ) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এতথ্য জানান। এ খবর জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ও স্থিতিশীলতার আনার জন্য এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যার ফলশ্রুতিতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ মস্কোর ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিজ্ঞাপন

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউরোপীয় এই দেশটির বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত এবং ৭৫৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ারও আশঙ্কা রয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে ১৫ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে।