ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ব্রিটেনের বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রীর ওপরও আনা হয়েছে নিষেধাজ্ঞা। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে ‘শত্রুতাপূর্ণ’ আচরণ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শনিবার মস্কো জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস, প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেসসহ সরকারের ১০ কর্মকর্তা ও রাজনীতিবিদকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মন্ত্রিসভার সদস্য।

বিজ্ঞাপন

মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে হামলার পর দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ওয়াশিংটনের অন্যান্য শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া।

বিজ্ঞাপন