যুক্তরাষ্ট্রে বাতিল হতে পারে গর্ভপাত আইন, নথি ফাঁস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গচ্ছিত একটি গোপন খসড়া নথি ফাঁস হয়েছে। তাতে বলা হয়েছে, মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাতের আইনি অধিকারকে বাতিল করতে চলছে।

দেশটির সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার (০৩ মে) এমন চাঞ্চল্যকর দাবি বিবিসির।

বিজ্ঞাপন

৯৮ পৃষ্ঠার খসড়া নথিতে বিচারক স্যামুয়েল আলিতো লিখেছেন, ১৯৭৩ সালের রো বনাম ওয়েডের মামলার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতকে বৈধ করাটা বিরাট ভুল ছিল।

বিবিসি জানিয়েছে, মার্কিন সুপ্রিম কোর্ট ওই রায় বাতিল করে দিলে অবিলম্বে ২২টি রাজ্যে গর্ভপাতকে অবৈধ করে দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, তাদের হাতে ওই গোপন নথির খসড়া এসে পৌঁছেছে। তাতে বিচারপতি স্যামুয়েল আলিতোর স্বাক্ষর রয়েছে। সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের উপস্থিতিতে শীর্ষ আদালতে সেটি পেশও করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাতে ১৯৭৩ সালের একটি মামলার রায়ে মহিলাদের গর্ভপাতের অধিকার প্রদানকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।

১৯৭৩ সালের ওই রায়ে, আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছিল, দেশের সংবিধানে গর্ভবতী মহিলাদের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞার চোখ রাঙানি এড়িয়ে নিজের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন তারা। পলিটিকো -র দাবি, ফাঁস হওয়া খসড়া নথিতে ১৯৭৩ সালের সিদ্ধান্তকে বাতিল করার কথা বলেছেন বিচারপতি আলিতো। ওই খসড়া একটি প্রতিলিপি নিজেদের ওয়েবসাইটেও তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।

বিচারকরা আগামী জুলাইয়ের প্রথম দিকে রুল জারি করবেন বলে আশা করা হচ্ছে।

তবে,গর্ভপাত আইনের নথি ফাঁসের বিষয়ে সুপ্রিম কোর্ট বা হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।