অনাস্থা ভোটে টিকে গেলেন বরিস জনসন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে এ যাত্রায় রক্ষা পেয়েছেন বরিস জনসন। তিনিই থাকছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

তার পক্ষে ২১১টি এবং বিপক্ষে ১৪৮টি ভোট পড়ে। মানে তিনি এখন এক বছরের জন্য কনজারভেটিভ পার্টির নেতৃত্বের চ্যালেঞ্জ থেকে মুক্ত। খবর বিবিসির।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুন) স্থানীয় সময় রাতে কনজারভেটিভ দলের এমপিদের গোপন ব্যালটে বরিস জনসনের পক্ষে এ রায় আসে।

জনসন তার আস্থা ভোটের জয়কে নির্ধারক বলে বর্ণনা করেছেন।তিনি উচ্ছ্বসিত স্বরে বলেন, এটি একটি খুব ভাল, প্রত্যয়ী ফলাফল।

বিজ্ঞাপন

ফলাফল দেখেছে প্রধানমন্ত্রী পদে বহাল আছেন, কিন্তু সমালোচকরা বলেছেন যে তার বিরুদ্ধে বিদ্রোহের মাত্রা দেখায় যে তার কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছে, কেউ কেউ তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

প্রত্যেক কনজারভেটিভ এমপিই ভোট দিয়েছেন। তবে এর আগে ২০১৮ সালে থেরেসা মে ৬৩ শতাংশ ভোট পেয়েছিলেন। খবর বিবিসির।

কোভিড বিধিনিষিধ উপেক্ষা করে সরকারি বাসভবনে একাধিক পার্টির আয়োজন করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কাণ্ডজ্ঞানহীন ওই কাজের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি পাওয়া সেই ঘটনা পিছু ছাড়েনি বরিসের। এজন্য সোমবার দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটের মুখে পড়ে বরিসের নেতৃত্ব।