ভারতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিহত ৭, নিখোঁজ বহু মানুষ
দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও অনেকে।
বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের গণমাধ্যমগুলো জনিয়েছে, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে অনেক মানুষের সামগম ঘটে। রাতে হঠাৎ পানির স্রোতে ভেসে যান অনেকে। এতে প্রাথমিকভাবে সাতজনের মৃত্যু খবর পাওয়া যায়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এছাড়া মাঝ নদীতের চরে আটকে রয়েছেন আরও অনেক মানুষ।
জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু জানান, সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। প্রতিমা বিসর্জনের সময় বহু মানুষ নদীর চড়ে দাঁড়িয়ে ছিলেন। তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কতজন ভেসে গিয়েছেন, তা এখনই বলা সম্ভব নয়।
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, রাত সাড়ে ৮টা নাগাদ হড়পা বান নেমেছিল। তার জেরে কয়েক জন ভেসে যান। তাদের মধ্যে সাত জনের মরদেহ উদ্ধার হয়েছে। কয়েক জন নদীর মাঝে একটা চরে আশ্রয় নেন। যারা আশ্রয় নিয়েছিলেন তাদের সকলকে উদ্ধার করা হয়েছে। এখনও নদীতে তল্লাশি অভিযান চলছে।