যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারো একটি স্কুলে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এছাড়া আরো অন্তত সাতজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি হাইস্কুলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে ওই বন্দুকধারী ঠিক কীভাবে স্কুলের ভেতর প্রবেশ করতে পারল, তা এখনো পরিষ্কার নয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীর অস্ত্রটি হামলা চালানোর মাঝপথে বিকল হয়ে যায়। ফলে অন্যদের প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

সেন্ট লুইস পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীকে স্বল্প সময়ের মধ্যেই থামিয়ে দিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৯ বছর বয়সী তরুণ ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার প্রাণ গেছে। প্রায় ৪০০ শিক্ষার্থীর স্কুলে সাবেক কোনো ছাত্রের এভাবে বন্দুক হামলার কারণ এখনো অজানা।