অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ ক্রু নিখোঁজ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চারজন ক্রু নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) রাতে লিন্ডম্যান দ্বীপের কাছে অস্ট্রেলিয়ান ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, চারজন বিমান ক্রুকে এখনও খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

তিনি বলেন, এমআরএইচ-৯০ তাইপান হেলিকপ্টারটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় হুইটসানডে দ্বীপের কাছে বিধ্বস্ত হয়। তিনি বলেন, আমরা দিনের আলোতে ভাল খবরের আশা করছি।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে একটি রাত্রিকালীন প্রশিক্ষণ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, এটি আমাদের জন্য একটি 'ভয়াবহ মুহূর্ত'। বর্তমানে আমাদের মূল লক্ষ্য নিখোঁজদের খুঁজে বের করা এবং তাদের পরিবার ও আমাদের দলের বাকি সদস্যদের পাশে দাঁড়ানো।

এই প্রশিক্ষণে জাপান, ফ্রান্স, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যরাও ছিল।