গৃহবন্দি সু চি অসুস্থ
সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানো গৃহবন্দি মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অসুস্থ সু চির চিকিৎসার জন্য মিয়ানমারের বাইরের কোনও একজন চিকিৎসককে দেখানোর সুযোগ দেওয়ার আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করেছে জান্তা সরকার।
রয়টার্স বলছে, নোবেলজয়ী মিয়ানমারের এই নেত্রীর বর্তমান বয়স ৭৮ বছর এবং বাইরের চিকিৎসকের পরিবর্তে কারা বিভাগের ডাক্তার দিয়ে বর্তমানে সু চিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সু চির অসুস্থতা সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, সু চির মাড়ি ফুলে যাওয়ায় তিনি ভালোভাবে খেতে পারছেন না। এছাড়াও বমির সঙ্গে হালকা মাথা ঘোরা ও সামান্য পরিসরে অজ্ঞান বা নিস্তেজ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন।
এ বিষয়ে জানতে রয়টার্স মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো জবাব দেননি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ২০২১ সালের শুরুর দিকে সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে বন্দি রয়েছেন সু চি। তবে নোবেল বিজয়ী এই নেত্রীকে গত জুলাই মাসের শেষের দিকে রাজধানী নেইপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।
১৯টি ফৌজদারি অপরাধের জন্য সু চিকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উসকানি ও নির্বাচনে জালিয়াতি থেকে দুর্নীতি পর্যন্ত বহু অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সু চি এবং সেগুলোর বিরুদ্ধে আপিলও করছেন।