ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জানা গেছে, গাজা-ইসরায়েল সীমান্ত এবং পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে ফিলিস্তিনিদের। এরপরই এ হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দখলকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ঘটনায় আরেক ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা উপত্যাকার নিরাপত্তা বেষ্টনির সামনে সহিংসতায় জড়ো হয়েছিল শত শত ফিলিস্তিনি। তখন দাঙ্গাকারীদের কয়েকজন বিস্ফোরক ডিভাইস সক্রিয় করে।

বিজ্ঞাপন

বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করেনি কোনও পক্ষ।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সীমান্তে ২৫ বছর বয়সী ইউসুফ রাদওয়ান ঘাড়ে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান। সহিংসতায় আরও ১১ জন আহত হন। এদিকে জেনিনে ইসরায়েলি হামলায় আরও ৩ ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষে আহত হন ৩০ জন।