গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা প্রদান যুদ্ধাপরাধ: কেনেথ রথ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের বাধা প্রদানকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

কেনেথ রথ বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে না দেওয়া শুধু হামাসকে শাস্তি দেওয়া নয়, এতে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরাও কষ্ট পাচ্ছে। যা যুদ্ধাপরাধ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামাস ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে। এর পর থেকেই ধারাবাহিকভাবে গাজা শহরের বোমাবর্ষণ করছে ইসরায়েল। এই হামলায় ৭ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশির ভাগই নারী ও শিশু।

বিজ্ঞাপন