তরুণীর শরীর থেকে ১৫ কেজির টিউমার অপসারণ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ২৭ বছর বয়সী তরুণী হাসিনা বিবির শরীর থেকে ১৫ কেজি ওজনের একটি বিশাল টিউমার অপসারণ করেছেন ডা. রশিদ মিনহাস। শুক্রবার (২৭ অক্টোবর) দেশটির খানেওয়াল জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়।

কনসালটেন্ট সার্জন এক দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে ওই তরুণীর শরীর থেকে টিউমার অপসারণ করেন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ অক্টোবর) হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং তার পরিবার অত্যন্ত আনন্দিত। সেই সঙ্গে তারা এই কৃতিত্বের জন্য চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

ডাক্তাররা জানিয়েছেন, তরুণীর ওজন ছিল ৪৯ কেজি এবং তার ভিতরে ১৫ কেজি ওজনের টিউমার ছিল । এতে তার পেট ফুলে যায়। টিউমারটি ফেটে যাওয়ার কথা ছিল। যা রোগীর জীবনের জন্য বিপজ্জনক হতে পারতো। তবে এখন সে বিপদমুক্ত।

উল্লেখ্য, টিউমার হলো টিস্যুর একটি শক্ত ভর যা অস্বাভাবিক কোষগুলোকে একত্রে গঠন করে। টিউমার হাড়, ত্বক, টিস্যু, অঙ্গ এবং গ্রন্থিগুলিকে প্রভাবিত করতে পারে। অনেক টিউমার ক্যান্সারে রূপ নেয়।