পাকিস্তানে বিমান ঘাঁটিতে হামলায় ৩ সন্ত্রাসী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের মধ্যাঞ্চলে পাঞ্জাব প্রদেশের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় ৩ সন্ত্রাসী নিহত হয়েছে এবং পাকিস্তানের তিনটি গ্রাউন্ডেড বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে শনিবার (৪ নভেম্বর) ভোরে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটায়। পাকিস্তান সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, পাকিস্তান এয়ার ফোর্সের ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচিতে সন্ত্রাসীরা অকস্মাৎ বিমান হামলা চালায়। সৈন্যরা হামলাকারীদের তিনজনকে হত্যা করে এবং অন্য তিনজনকে কোণঠাসা করে তা ব্যর্থ করে দেয়।

তবে, হামলায় ইতিমধ্যে  তিনটি গ্রাউন্ডেড বিমান এবং একটি জ্বালানী বাউজারের কিছু ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এলাকাটি সম্পূর্ণ পর্যবেক্ষণ করার জন্য একটি যৌথ ক্লিয়ারেন্স এবং চিরুনি অভিযান শুরু চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তারা।