নেপালে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেপালে শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও শ’খানেকের বেশি মানুষ। 

বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় সেনাবাহিনী প্রধানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 

বিজ্ঞাপন

জারাকোতের হাসপাতালে এখন শুধু ভূমিকম্পে আহত মানুষের আর্তনাদের শব্দ। রাজধানী কাঠমুন্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরে জারোকাত এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধাকর্মীরা।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পশ্চিম নেপালের জাজারকোট নামে একটা এলাকা। শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তবে পার্শ্ববর্তী পশ্চিম রুকুম এলাকাও এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন