অনুমোদন ছাড়াই চীনের জলসীমায় মার্কিন ডেস্ট্রয়ার
যুক্তরাষ্ট্রের নৌ-বিধ্বংসী ইউএসএস হপার চীন সরকারের অনুমোদন ছাড়াই চীনের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে শনিবার (২৫ নভেম্বর) অভিযোগ করেছে বেইজিং।
চাইনিজ পিপল লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডের অফিসিয়াল ওয়েচ্যাট অ্যাকাউন্টের একটি পোস্ট অনুসারে, চীনের সামরিক বাহিনী জাহাজটিকে ট্র্যাক, পর্যবেক্ষণ এবং সতর্ক করার জন্য তার নৌবাহিনী ও বিমান বাহিনীকে মোতায়েন করেছে।
সাউদার্ন থিয়েটার কমান্ডের অফিসিয়াল ওয়েচ্যাট অ্যাকাউন্টের একটি পোস্টে আরও বলা হয়েছে, ওই ঘটনা প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে একটি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে।
চীন ফিলিপাইনকে দক্ষিণ চীন সাগরে টহল দেওয়ার জন্য বিদেশী বাহিনী তালিকাভুক্ত করার অভিযোগ করার কয়েকদিন পর ওই ঘটনা ঘটলো বলে জানিয়েছে এনডিটিভি।
প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার থেকে মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ টহল শুরু করে ফিলিপাইন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র এবং চীন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দক্ষিণ চীন সাগরসহ সামুদ্রিক ইস্যুতে অকপট আলোচনা করেছে, যেখানে মার্কিন পক্ষ বিপজ্জনক এবং বেআইনি চীনা পদক্ষেপের বিষয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেছে।