মরিয়ম আওরঙ্গজেবকে গ্রেফতারের নির্দেশ এটিসির

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মরিয়ম আওরঙ্গজেবকে টেলিভিশন টকশোতে বক্তব্যের সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় গ্রেফতার করার নির্দেশ দিয়েছে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। আগামী  ৯ ডিসেম্বর তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (২৭ নভেম্বর) এটিসির বিচারক আবের গুল খান সংশ্লিষ্ট স্টেশন হাউস অফিসারকে (এসএইচও) গ্রেফতারের এ নির্দেশ দিয়েছেন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ধর্মীয় কার্ড ব্যবহার করে ঘৃণা ছড়ানোর চেষ্টার অভিযোগে আওরঙ্গজেব, মিয়া জাভেদ লতিফ, পাকিস্তান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খানসহ কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী মামলা দায়ের করা হয়েছে।

বিচারক সাবেক এ তথ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং মামলার আসামিদের আগামী ৯ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। 

বিজ্ঞাপন