জীবননাশের হুমকি থাকায় ইমরানকে আদালতে হাজির করা হয়নি

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইমরান খান। ছবি : সংগৃহীত

ইমরান খান। ছবি : সংগৃহীত

কারাগারে অন্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবী বলেছেন, বিচারের জন্য সোমবার (২৭ নভেম্বর) ইমরানকে আদালতে হাজির না করার কারণ হিসাবে দেশটির সরকার বলেছে, এক্ষেত্রে তার জীবননাশের হুমকি রয়েছে।

প্রসঙ্গত, ইসলামাবাদ হাইকোর্ট গত সপ্তাহে রায় দিয়েছিল যে কারাগারের ভেতরে ইমরানের বিচারিক কার্যক্রম বেআইনি। তার বিচার একটি আদালতে পুনরায় শুরু করার নির্দেশও দেন আদালত।

বিজ্ঞাপন

তার আইনজীবী নাঈম পাঞ্জুথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘কারাগারে রিপোর্ট জমা দেওয়া হয়েছে যে, গোয়েন্দা এবং পুলিশ রিপোর্ট অনুযায়ী ইমরান খানের জীবননাশের হুমকি রয়েছে।’

উল্লেখ্য, সাবেক এই ক্রিকেট তারকা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক ও আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার জন্য গত বছর আগস্টে তিন বছরের জন্য জেলে যাওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

গত মাসে ইমরান খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে অভিযুক্ত করার পর থেকে একটি বিশেষ আদালত কারাগারে বিচার পরিচালনা করছে।