কাজাখস্তানে হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাজাখস্তানের আলমাটি হোস্টেল। ছবি : সংগৃহীত

কাজাখস্তানের আলমাটি হোস্টেল। ছবি : সংগৃহীত

কাজাখস্তানের বৃহত্তম নগরী আলমাটিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরের দিকে একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন মারা গেছে।

শহরটির জরুরি বিভাগের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

শহরটির জরুরী বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জোর প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিকভাবে সেখান থেকে ১৩টি মরদেহ উদ্ধার করে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিহতদের পরিচয় জানা গেছে। তারা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গেছেন।’

বিজ্ঞাপন

বিবৃতিতে জানানো হয়, সাবেক রাজধানীর কেন্দ্রস্থল আদি শারিপভ স্ট্রিটে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

জরুরি বিভাগ জানায়, আগুন লাগার সময় হোস্টেলে ৭২ জন অবস্থান করছিলেন। তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সকাল ৬টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।