ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে শুক্রবার (১ ডিসেম্বর) আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে তোবা লেক উপচে আশপাশের এলাকা ভেসে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন।

রোববার (৩ ডিসেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

দেশটির দুর্যোগ সংস্থা বিএনপিবি জানিয়েছে, দুযোর্গপ্রবণ এলাকা থেকে বহু মানুষেকে সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে চলছে উদ্ধার তৎপরতা।

এর আগে, শনিবার (২ডিসেম্বর) গভীর রাতে এক বিবৃতিতে বিএনপিবি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির পর হ্রদটির তীরবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে বেশ কয়েকটি বাড়িঘর, একটি গির্জা, একটি স্কুল এবং একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে আকস্মিক বন্যার কারণে বড় বড় পাথর, গাছ এবং কাদা পাহাড় থেকে ধসে পড়তে দেখা গেছে। এতে কিছু বাড়ির ছাদও চাপা পড়েছে। ভারী সরঞ্জাম ব্যবহার করে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছেন প্রায় ৩৫০ জন উদ্ধারকর্মী। এখন পর্যন্ত  ২০০ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির হ্রদ তোবা লেকটি ইন্দোনেশিয়া এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় পর্যটন এলাকা।