হামাসের ৪৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলি হামলার চিত্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলার চিত্র। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ওয়াশিংটন বলেছে, ওই হামলা গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলি প্রতিশ্রুতির বিপরীত।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) শুক্রবার (৮ ডিসেম্বর) জানিয়েছে, তারা গত ২৪ ঘন্টায় স্থল, সমুদ্র এবং আকাশ থেকে গাজায় হামাসের ৪৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

বিজ্ঞাপন

এদিকে, গাজার সংখ্যাগরিষ্ঠ অংশ এখন বাস্তুচ্যুত এবং কোনও সাহায্য পেতে অক্ষম বলে জানিয়েছে এনডিটিভি।

গাজার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার প্রধান বলেছেন, হাসপাতালের জ্বালানি ও খাবার ফুরিয়ে যাচ্ছে। ছিটমহলটি সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা এবং ইসরায়েলি সামরিক বাহিনী উভয়ই উত্তরের এলাকাগুলোতে তীব্র লড়াইয়ের খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সেখানে ৩৫০ জন নিহত হওয়ার খবর দিয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘বেসামরিক নাগরিকদের রক্ষা করার অভিপ্রায়ের বিপরীতে আমরা যে ফলাফল দেখছি, তার মধ্যে একটি ব্যবধান রয়ে গেছে।’