পোল্যান্ডে শীতকালীন যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনারা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পোল্যান্ডে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনা। ছবি : সংগৃহীত

পোল্যান্ডে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনা। ছবি : সংগৃহীত

আসন্ন কঠোর শীতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পশ্চিম পোল্যান্ডের একটি তুষার-ঢাকা মাঠে ইউক্রেনের সেনাদের ট্রেঞ্চ যুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

জার্মান সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ওয়েড্রজিনে পোল্যান্ড, ফ্রান্স এবং বেলজিয়ামের সেনাদের দ্বারা পরিচালিত প্রশিক্ষণটি দেখার জন্য চলতি সপ্তাহে আমন্ত্রিত বেশ কয়েকটি মিডিয়া সংস্থার মধ্যে রয়টার্সও ছিল।

বিজ্ঞাপন

একজন ইউক্রেনীয় সেনা বলেছেন, ‘বেশিরভাগ লোকের আসলে কোনও সামরিক অভিজ্ঞতা নেই এবং তাদের শেখানো হয় কিভাবে কিছু মৌলিক কৌশল প্রয়োগ করতে হয়। শহুরে এলাকায় এবং পরিখাতে কীভাবে অস্ত্র ব্যবহার করতে হয় তা আমাদের শেখানো হচ্ছে।’

প্রশিক্ষণটি সম্মিলিত অস্ত্র প্রশিক্ষণ কমান্ড দ্বারা পরিচালিত হচ্ছে, যা ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্লকের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৪টিতে ওই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়ন মিলিটারি স্টাফের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মিচিয়েল ভ্যান ডার লান বলেছেন, ‘আমরা মানিয়ে নিতে থাকব, কারণ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে।’

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে এবং এখন তার ভূখণ্ডের প্রায় পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে। গত জুন মাস থেকে চলমান ইউক্রেনের পাল্টা-আক্রমণে কোনও বড় সাফল্য আসেনি।

ইউক্রেনের কমান্ডার-ইন-চীফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘যুদ্ধটি স্থির এবং নতুন পর্যায়ে চলে যাচ্ছে, যা মস্কোকে তার সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ করে দিতে পারে। তিক্ত শীতের ঠান্ডা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কারণে অভিযানগুলো আরও জটিল হতে পারে।’

এক ইউক্রেনীয় সেনা বলেছেন, ‘আমি বলব যে, যুদ্ধের ক্ষেত্রে শীতকাল সবচেয়ে চাহিদাপূর্ণ ঋতু। এটি আমাদের চলাচল এবং চালচলনকে মারাত্মকভাবে সীমিত করে, যখন শত্রুরা পরিষ্কারভাবে হিট ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে আমাদের দেখতে পায়।’

দ্বিতীয় ইউক্রেনীয় সেনা বলেছেন, ‘পোল্যান্ডে সেনারা যে প্রশিক্ষণ নিচ্ছে, তা তাদের পাল্টা আক্রমণে অগ্রগতি করতে সহায়তা করবে।’

তিনি বলেন, ‘পরিখাতে যুদ্ধ করা এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আমি মনে করি যে, ওই এলাকায় দক্ষতার উন্নতি আমাদের সেনাদের যুদ্ধক্ষেত্রে সফল হতে সাহায্য করবে।’