রাজতন্ত্রের অবমাননার দায়ে থাই এমপির ছয় বছরের কারাদণ্ড

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রুকচানোক শ্রীনর্ক। ছবি : সংগৃহীত

রুকচানোক শ্রীনর্ক। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের শক্তিশালী রাজতন্ত্রকে সোশ্যাল মিডিয়ায় অপমান করার দায়ে দেশটির একজন অধিবার কর্মী ও আইন প্রণেতাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তার আইনজীবী এবং তা রাজনৈতিক দলের সদস্যরা আল-জাজিরাকে জানিয়েছেন, ‘মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) এমপি রুকচানোক শ্রীনর্ককে বুধবার (১৩ ডিসেম্বর) বেশ কয়েকটি পোস্টের জন্য ওই সাজা দেওয়া হয়।’

বিজ্ঞাপন

এমএফপি নেতা চৈথাওয়াত তুলাথন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘রুকচানোক শ্রীনর্ককে লেসে-ম্যাজেস্ট (রাজতন্ত্রর অবমাননা) অভিযোগে তিন বছরের এবং সাইবার অপরাধের দায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

অবশ্য এরই মধ্যে জামিনের জন্য আবেদন করেছেন শ্রীনর্ক। আদালত তাকে জামিন না দিলে ২৯ বছর বয়সি এই রাজনীতিবিদ সংসদ সদস্য হিসাবে অযোগ্য ঘোষিত হবেন।

বিজ্ঞাপন

তার আইনজীবী এবং সহকর্মী আইনপ্রণেতা ওয়েরানান হুয়াদসরি নিউজ এজেন্সি রয়টার্সকে বলেছেন, ‘তিনি সাজার বিরুদ্ধে আপিল করবেন।’

রুকচানোককে ২০২০ সালের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর পোস্টগুলো পুনঃটুইট করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, যা রাজা মহা ভাজিরালংকর্নের মালিকানাধীন একটি কোম্পানি এবং একটি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির সঙ্গে সম্পর্কিত।

রুকচানোক বরাবরই সব অভিযোগ অস্বীকার করেছেন।