দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইনকে সতর্ক করলো চীন

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফিলিপাইনকে দক্ষিণ চীন সাগরে তাদের সম্পর্কের গুরুতর সমস্যাগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে বলেছেন।

রয়টার্স জানিয়েছে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ফিলিপাইনের জলসীমা সংক্রান্ত যেকোনও ভুল হিসাব বেইজিংকে আত্মরক্ষা করতে এবং দৃঢ়তার সঙ্গে জবাব দিতে বাধ্য করবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বেইজিং এবং ম্যানিলা সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ চীন সাগরে একের পর এক সংঘর্ষে জড়িয়েছে।

ফিলিপাইন চীনের কোস্টগার্ডের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাদের জাহাজের সঙ্গে সংঘর্ষ, জলকামান ব্যবহার এবং সামরিক-গ্রেড লেজার ব্যবহার করার অভিযোগ করেছে।

বিজ্ঞাপন

চীন ওই অভিযোগ অস্বীকার করে ফিলিপাইনের বিরুদ্ধে তার ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ করেছে।

উল্লেখ্য, চলতি বছর জাপান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানোর পর ম্যানিলার সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের তিক্ততা বেড়ে যায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, ‘চীন-ফিলিপাইনের সম্পর্ক একটি টানাপোড়েনের মধ্যে রয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার হলো বর্তমান সামুদ্রিক পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।’

ওয়াং বিশদ বিবরণ ছাড়াই বলেছেন, ‘যদি ফিলিপাইন ভুলবশত বহিরাগত শক্তির সঙ্গে যোগসাজশ করে, তবে চীন তার অধিকার রক্ষা করবে এবং দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে।’