লাইবেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লাইবেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণের চিত্র। ছবি : সংগৃহীত

লাইবেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণের চিত্র। ছবি : সংগৃহীত

লাইবেরিয়ার মধ্যাঞ্চলে একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা বুধবার (২৭ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাজধানী মনরোভিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে টোটোটাতে গ্যাসোলিন বহনকারী ট্যাঙ্কারটি বিধ্বস্ত হয়ে খাদে পড়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

লাইবেরিয়া প্রধান চিকিৎসক ডা. ফ্রান্সিস কাতেহ স্থানীয় টিভি চ্যানেল সুপার বোঞ্জিজকে বলেছেন, ‘নিহতের সংখ্যা নির্ণয় করা কঠিন। কারণ, কেউ কেউ অগ্নিদগ্ধে ছাই হয়ে গেছে। তবে তিনি অনুমান করেন এই ঘটনায় ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।’

তিনি এএফপি’কে বলেন, ‘যারা নিখোঁজ তাদের খোঁজে আমাদের দল ঘরে ঘরে যাচ্ছে।’

বিজ্ঞাপন

পুলিশ ইতিপূর্বে ১৫ জনের মৃত্যুর ও কমপক্ষে ৩০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করলে তারাও বিস্ফোরণে আহত হয়।

লাইবেরিয়া ন্যাশনাল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রিন্স বি মুলবাহ বলেন, ‘প্রচুর মানুষ পুড়ে গেছে।’