কোল্ডপ্লে’র কনসার্ট দেখতে হেলিকপ্টার ব্যবহার, সমালোচিত মার্কোস

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ছবি : সংগৃহীত

ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে’র কনসার্টে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্টের হেলিকপ্টার ব্যবহারের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

দেশটির রাজধানী ম্যানিলার উত্তরে একটি প্রদেশে শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ওই কনসার্ট অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

ফিলিপাইনের প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বের বৃহত্তম ইনডোর ফিলিপাইন এরিনাতে আয়োজিত ওই কনসার্টে ৪০ হাজার শ্রোতার আগমন ঘটে। যার ফলে রাস্তায় অপ্রত্যাশিত ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই ট্র্যাফিক জ্যাম মার্কোসের জন্য নিরাপত্তা হুমকির কারণ হয়ে দাঁড়ালে তিনি প্রেসিডেন্টের হেলিকপ্টার ব্যবহার করতে বাধ্য হন।’

বিজ্ঞাপন

কিন্তু, মার্কোস কর্তৃক করের অপব্যবহারের সমালোচনা করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

ফেসবুক ব্যবহারকারী জেমস প্যাট্রিক অ্যারিস্টোরেনাস শনিবার একটি পোস্টে বলেছেন, ‘ব্যক্তিগত এবং বেসরকারী কার্যকলাপের জন্য প্রেসিডেন্টের হেলিকপ্টারের মতো অফিসিয়াল সংস্থানগুলো ব্যবহার করা সাধারণত ক্ষমতার অপব্যবহার বা সরকারি সম্পদের অপব্যবহার হিসাবে বিবেচিত।’

আরেক ফেসবুক ব্যবহারকারী আরভিন কনসেপসিয়ন বলেছেন, ‘আমরা হেলিকপ্টার, জ্বালানী এবং নিরাপত্তার জন্য কর প্রদান করেছি।’