চীনে ভূমিধসে সমাহিত ৪৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের ইউনান প্রদেশে ভূমিধসে ৪৭ জন সমাহিত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২২ জানুয়ারি, ২০২৪) স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে চীনের সংবাদমাধ্যম শেনঝেন ডেইলির বরাত দিয়ে অস্ট্রেলিয়ার দ্য নিউ ডে এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিম চীনের পাহাড়ি রাজ্য ইউনানে ভূমিধসে ৪৭ জন মাটির নিচে সমাহিত হয়েছেন এবং ২০০ জন সেখান থেকে পালিয়ে বেঁচেছেন। খবরে আরো বলা হয়, ঝেনজিয়ং কাউন্টির ট্যাংফ্যাং শহরের নিচু এলাকার লিয়াংশুই গ্রামে এ ভূমিধস নামে।

কাউন্টির পাবলিসিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং ১৮টি ধসে পড়া বাড়িতে চাপাপড়া মানুষের সন্ধান মিলেছে।

বিজ্ঞাপন

এ ভূমিধসের ঘটনা এমন সময়ে ঘটলো যখন মাত্র একমাস আগে ১৮ ডিসেম্বর চীনের কুইংহাই প্রদেশে ৬.২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৪৯ জন মারা যান এবং সেইসঙ্গে দুটো গ্রাম মাটির নিচে চাপা পড়ে।