হংকংকে পেছনে ফেলে ৪র্থ অবস্থানে ভারতের স্টক মার্কেট



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো হংকংকে পেছনে ফেলে বিশ্বব্যাপী ৪র্থ অবস্থান অর্জন করেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের স্টক মার্কেট। সম্প্রতি দেশটির প্রবৃদ্ধির সম্ভাবনা এবং নিয়ম-নীতির সংস্কার দেশটিকে বিনিয়োগকারীদের প্রিয় করে তুলেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্লুমবার্গ এর তথ্য অনুসারে, ভারতীয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের সম্মিলিত মূল্য সোমবার (২২ জানুয়ারি) পর্যন্ত ৪ দশমিক ৩৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ছিল। এর বিপরীতে হংকং-এর সম্মিলিত মূল্য ৪ দশমিক ২৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরপরই ভারত বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটের অংশীদার হয়। 

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের ৫ ডিসেম্বর ভারতের শেয়ার বাজার মূলধন প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। গত চার বছর ধরে যার পরিমাণ ছিল প্রায় এর অর্ধেক।

দ্রুত ক্রমবর্ধমান খুচরা বিনিয়োগকারী এবং শক্তিশালী কর্পোরেট উপার্জন বৃদ্ধির হারকে ভিত্তি ধরে ভারতে বৃদ্ধি পাচ্ছে স্টক মার্কেট ইক্যুইটি। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মার্কেটে চীনের বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেও সক্ষম হয়েছে। বৈশ্বিক বিনিয়োগকারী এবং কোম্পানিগুলোকে নতুন বিনিয়োগে আকৃষ্ট করেছে। এর স্থিতিশীল রাজনৈতিক সেটআপ এবং দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির জন্য দ্রুত বর্ধনশীল দেশগুলোতে স্থান করে নিয়েছে ভারত।

মুম্বাইতে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা আশিস গুপ্ত বলেছেন, বৃদ্ধির গতি আরও বাড়ানোর করার জন্য ভারতের কাছে সবধরনের উপাদান রয়েছে। ভারতীয় স্টকের নিরলস সমাবেশ হংকংকে পেছনে ফেলতে সহায়ক ছিল বলে মনে করেন তিনি।

চীনের কিছু প্রভাবশালী এবং উদ্ভাবনী সংস্থা হংকং সাফল্যে অবদান রেখে আসছিল। তবে প্রকট হতে থাকে বড় অর্থনৈতিক উদ্দীপনা ব্যবস্থার অভাব। এর মধ্যেই নতুন বছরে হংকংয়ের প্রতি চীনের হতাশাবাদ আরও গভীর হয়েছে। হংকং-এ তালিকাভুক্ত চীনা শেয়ারের একটি পরিমাপ হ্যাং সেং চায়না এন্টারপ্রাইজ সূচক তার বড় উদাহরণ। ২০২৩ সালে চার বছরের রেকর্ড হারের স্ট্রীক ক্যাপ করার পরে ইতিমধ্যেই প্রায় ১৩ শতাংশ কমে গেছে। পরিমাপটি দুই দশকের মধ্যে প্রায় সর্বনিম্ন স্তরের দিকে ধাবিত হচ্ছে। অন্যদিকে ভারতের স্টক বেঞ্চমার্ক রেকর্ড উচ্চ স্তরের কাছাকাছি ট্রেডিং হয়েছে।

বিদেশীরা যারা সম্প্রতি পর্যন্ত চীনে আকৃষ্ট ছিল তারাও তাদের তহবিল ভারতকে পাঠাচ্ছে। লন্ডন-ভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক অফিসিয়াল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফোরামের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে গ্লোবাল পেনশন এবং সার্বভৌম সম্পদ ব্যবস্থাপকদেরও ভারতের পক্ষে দেখা যাচ্ছে।

বিদেশী তহবিলগুলো ২০২৩ সালে ভারতীয় শেয়ারগুলিতে ২১ বিলিয়ন ডলারেরও বেশি ঢেলেছে, যা টানা অষ্টম বছর ধরে বেঞ্চমার্ক এস অ্যাণ্ড পি বিএসই (S&P BSE) সেনসেক্স সূচক অর্জন করতে সাহায্য করেছে। অন্যদিকে ২০২১ সালের শীর্ষস্থান থেকে চীনা এবং হংকং স্টকের মোট বাজার মূল্য ৬ ট্রিলিয়ন ডলারেরও বেশি কমে গেছে। 

   

ইসরায়েলগামী সব জাহাজে হামলার ঘোষণা হুথিদের



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া

  • Font increase
  • Font Decrease

নিজেদের সীমানার মধ্যে থাকা ইসরায়েলগামী যেকোন জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের শিয়া মুসলিম গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। খবর রয়টার্স।

শুক্রবার (৩ মে) টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইয়েমেনের হুথিরা তাদের সীমার মধ্যে থাকা যেকোনো এলাকায় ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোর ওপর হামলা করবে। 

তিনি বলেন, ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব সেখানেই ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমার হামলা চালাব।

উল্লেখ্য, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন দেখানোর জন্য ইরানপন্থী হুথি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েলের জাহাজগুলোতে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে। এতে করে পরিবহন খবর আশঙ্কাজনক হারে বেড়েছে।

;

সারাবিশ্বে পরিবেশ সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে: জাতিসংঘ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোর এক প্রতিবেদনে দেখা যায়, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বের ১৫টি দেশের ৪৪ জন পরিবেশ সাংবাদিক সহিংস হামলায় প্রাণ হারিয়েছেন; আর বেঁচে ফিরতে পেরেছেন ২৪ জন।

শুক্রবার (৩ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে পরিবেশ সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে। উল্লেখিত প্রতিবেদনটি প্রস্তুতের জন্য ১২৯টি দেশের ৯০৫ জন পরিবেশ সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছেন ইউনেস্কো প্রতিনিধিরা।

সাক্ষাৎকারে ৯০৫ জন সাংবাদিকের মধ্যে ৭৪৯ জনই (শতকরা হিসেবে ৭০ শতাংশেরও বেশি) জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য জীবনের কোনো না কোনো সময় তাদেরকে শারীরিক হামলা কিংবা ভয়ভীতি, হুমকি, চাপের মুখে পড়তে হয়েছে। অনেককে আটক-গ্রেপ্তার ও মানহানির মামলা আইনী সমস্যাও মোকাবিলা করতে হয়েছে।

হামলা-হয়রানির ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, শারীরিক হামলার ঘটনাগুলো পুরুষ সাংবাদিকদের বেলায় ঘটেছে বেশি। অন্যদিকে হয়রানির শিকার বেশি হয়েছেন নারী সাংবাদিকরা।

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ইস্যুতে প্রতিবেদন করতে গিয়ে হামলা-হয়রানির শিকার হয়েছেন সাংবাদিকরা। এসব ইস্যুর মধ্যে খনি সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, ভূমির দখল সংক্রান্ত দ্বন্দ্ব, বন উজাড় হয়ে যাওয়া, চরম আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ, দূষণ এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি, জীবাশ্ম জ্বালানি খাত এবং এর বাণিজ্য প্রভৃতি উল্লেখযোগ্য।

এসব হামলা ও হয়রানির সবই এসেছে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোর কাছ থেকে। ইউনেস্কোর প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘পুলিশ, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা ও চাকরিজীবী, স্থানীয় সরকার কর্তৃপক্ষের লোকজন এসব হামলা ও হয়রানির জন্য দায়ী।

;

চীন সফরে যাচ্ছেন পুতিন



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি মাসেই চীন সফরের পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৩ মে) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করতে এই মাসেই দেশটিতে সফর করার পরিকল্পনা করছেন।

রাশিয়ার এই পরিকল্পনার সাথে পরিচিত একজন ব্যক্তির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এই সফরটির সূচি আগামী ১৫-১৬ মে নির্ধারিত করা হয়েছে।

;

‘যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার পরিকল্পনা নেই হামাসের’



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মার্কিন সেনাদের ওপর হামাসের হামলার কোনো ইঙ্গিত তিনি পাননি। গাজায় আগ্রাসনের এ সময়টায় অনেক কিছুই হতে পারে বা অনেক কিছুই ঘটতে পারে, তবে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করেনি হামাস।

বর্তমানে গাজা উপকূলে সাময়িকভাবে জেটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র; যেখানে এক হাজারের মতো মার্কিন সেনা কাজ করছে। মূলত গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করতেই এমন জেটি নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়। তবে এ নির্মাণ কাজ চলাকালীন সেনাদের গাজা ভূখণ্ডে পা রাখতে নিষেধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। সেখানে দীর্ঘদিনের সংঘাতের কারণে খাদ্য সংকট তীব্র হয়ে উঠেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) বলেছে, ইসরাইল গত এপ্রিলে গাজার উত্তরে সহায়তা মিশনের উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণ প্রবেশে বাধা দিয়েছে। তবে ইসরায়েল সবসময়ই বিষয়গুলো অস্বীকার করে আসছে।

সংস্থাটি বলছে, নতুন করে সহায়তা কার্যক্রমের অনুমতি দেওয়া হলেও ধারাবাহিকতা না থাকলে ছয় মাসের বেশি সময় ধরে চলা এ খাদ্য সংকট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। সেখানে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ত্রাণ কার্যক্রম আরও বাড়াতে হবে এবং তা চলমান রাখতে হবে।

;