ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ইলন মাস্ককে টপকে ফের প্রথম স্থানে উঠে এসেছেন বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে টেসলার সিইও ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনীর স্থানটি দখল করেছিলেন হয়েছিলেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। সেই স্থানটিই পুনরুদ্ধার করলেন বার্নার্ড আর্নল্ট।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জানুয়ারি) ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইলন মাস্কের নাম, তার মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় হয়েছেন জেফ বেজোস, তার মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ১১তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি, অর্থাৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার।

ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি ১৬ তম স্থানে রয়েছেন, তার মোট সম্পদের পরিমাণ ৭৯.২ বিলিয়ন ডলার।