সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ব্রিকসের নতুন সদস্য হলো পাঁচ দেশ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যোগ দিয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৩১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দরের বরাত দিয়ে বার্তা সংস্থা্ রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত বছর আগস্টে জোহানেসবার্গে এক শীর্ষ সম্মেলনে আর্জেন্টিনাসহ এই দেশগুলোকে ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন দেশগুলোর প্রতিনিধিরাও এই জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছিল। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা ব্রিকসের সদস্য হয়নি।

বিজ্ঞাপন

ব্রিকসের আগের সদস্য দেশগুলো মনে করে যে এই পদক্ষেপটি একটি বিশ্বব্যবস্থাকে রদবদল করতে সহায়তা করবে।

২০০৬ সালের জুনে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থমন্ত্রীদের এক বৈঠকে পাঁচ দেশের সমন্বয়ে ব্রিকস প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থনৈতিক এই জোটে নতুন পাঁচ দেশের যুক্ত হওয়ার ফলে ব্রিকসের সদস্য সংখ্যা এখন ১০।

বিজ্ঞাপন