চীনে রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২, আহত ২৬
উত্তর চীনের হেবেই প্রদেশের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে সানহে শহরের ইয়ানজিয়াও শহরে বিস্ফোরণটি ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত ২জন নিহত, আর ২৬ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পুরনো ভবনের নীচ তলার একটি রেস্টুরেন্টে বিস্ফোরণ হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া বিস্ফোরণস্থলের ভিডিও ফুটেজে আগুনের শিখা এবং ব্যাপক ধোঁয়া দেখা গেছে। বিস্ফোরণে আশেপাশের রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ১৫০ টিরও বেশি দমকল কর্মী কাজ করছেন বলে সিসিটিভি জানিয়েছে।
সম্প্রতি চীনে এ ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। গত বছরের জুনে নিংজিয়া হুই স্বয়ংশাসিত এলাকার রাজধানী ইনচুয়ানের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩১ জন প্রাণ হারান।