৮০০ শরণার্থীকে আফগানিস্তানে পুশব্যাক করলো পাকিস্তান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৮০০ আফগান শরণার্থীকে নিজ দেশে পুশব্যাক করেছে পাকিস্তান। ৪৮ ঘণ্টায় ৮শ ৩৭ শরণার্থীকে জোর করে নিজ দেশ আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৯০টি পরিবারের ৪শ ৬৮ জন এবং ৬৭টি পরিবারের ৩শ ৬৯ জন আফগান নাগরিক রয়েছেন।

রোববার (২১ এপ্রিল) ভারতের বার্তাসংস্থা এএনআই আফগানিস্তানের সংবাদমাধ্যম খামা প্রেসের বরাত দিয়ে এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা তোরখাম ও স্পিন বোলডাক দিয়ে তাদের পুশ ব্যাক করা হয়। আফগানিস্তানের দ্য মিনিস্ট্রি অব রিফিউজিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যে সব আফগান নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে ১০ হাজার জনকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। এর মধ্যে আর্থিক সহযোগিতাও রয়েছে।

বিজ্ঞাপন

তবে জানা গেছে, যাদের আফগানিস্তানে পুশব্যাক করা হয়েছে, তারা নিরাপদ আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা থেকে বঞ্চিত রয়েছেন।