নিখোঁজ থাই মডেলের মরদেহ মিলল বাহরাইনের মর্গে



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এক বছর আগে নিখোঁজ হওয়া থাইল্যান্ডের এক মডেলের মরদেহ বাহরাইনের একটি মর্গে পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।

চায়না টাইমস অনুসারে, ৩১ বছর বয়সি কাইকান কেননাকাম কাজ শেষ হওয়ার পরে তার দেশের বাইরে সুযোগের সন্ধানে গিয়েছিলেন। তিনি উত্তর থাইল্যান্ডে থাকা পরিবারকে সাহায্য করার জন্য তিন বছর আগে বাহরাইনের একটি রেস্তোরাঁয় চাকরি পেয়ে সেখানে চলে এসেছিলেন।

তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন এবং তার পরিবারকে জানিয়েছিলেন যে, তিনি তার বাহরাইনি প্রেমিকের সঙ্গে দেখা করেছেন এবং একসঙ্গে থাকতে শুরু করেছেন।

২০২৩ সালের এপ্রিলে হঠাৎ তিনি পোস্ট করা বন্ধ করে দেন। এ সময় তার পরিবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়নি।

কাইকানের পরিবার চলতি বছরের জানুয়ারিতে থাই দূতাবাসের কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু, তারা তাকে খুঁজে পায়নি।

গত ১৮ এপ্রিল থাই দূতাবাস তার পরিবারকে জানায় যে, একজন অজ্ঞাত দক্ষিণ-পূর্ব এশিয়ান মহিলার মৃতদেহ সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

চায়না টাইমস বলেছে, তার পায়ের একটি ট্যাটু দেখে তার পরিবারকে কাইকান কেননাকামকে শনাক্ত করতে সক্ষম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার মৃত্যুর কারণ অ্যালকোহল বিষক্রিয়া।

ডেইলি স্টারের মতে, কাইকানের পরিবার এখন তার দেহ ফিরিয়ে আনতে সাহায্য চাইছে এবং বিশ্বাস করে তাকে হত্যা করা হয়েছে।

কাইকানের বোন সুথিদা নেগারনথাওর্ন ১৯ এপ্রিল একটি অনলাইন পোস্টে বলেছেন, ‘আমার বোন প্রায় দুই বা তিন বছর আগে বাহরাইনে কাজ শুরু করেছিল এবং সেখানে একজন আরব প্রেমিককে পেয়েছিল।’

তিনি আরও বলেন, ‘তবে, আমরা গত বছরের এপ্রিল থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। আমাদের পরিবার বাহরাইনের থাই দূতাবাসে যোগাযোগ করে এবং চলতি মাসের ১৮ এপ্রিল জানতে পারে যে, তিনি মারা গেছেন।’

   

ভারতে হিটস্ট্রোকে ৩৩ পোলিং কর্মীর মৃত্যু



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতে শনিবার (১ জুন) ভোটের শেষ দিনে মাত্র একটি রাজ্যেই হিটস্ট্রোকে কমপক্ষে ৩৩ জন পোলিং কর্মীর মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যানে নিরাপত্তারক্ষী এবং স্যানিটেশন কর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়া রোববার (২ জুন) বলেন, শনিবার নির্বাচনের সপ্তম ও শেষ দিনে গরমের কারণে ৩৩ জন পুলিং কর্মীর মৃত্যু হয়েছে। 

তিনি আরও বলেন, ভারতের অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে। তীব্র তাপপ্রবাহে একদিনে অনেক পোলিং কর্মীর মৃত্যু একটি ভয়াবহ ঘটনা। 
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তরপ্রদেশের ঝাঁসিতে তাপমাত্রা ৪৬.৯ ডিগ্রি (১১৬ ফারেনহাইট) সেলসিয়াসে পৌঁছেছে।

রিনওয়া সাংবাদিকদের বলেন, ‘নিহতদের পরিবারকে ১৫ লক্ষ রুপি (১৮,০০০ ডলার) আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে।’  

;

অরুণাচল বিধানসভায় বিজেপির নিরঙ্কুশ জয়



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৬০ আসনের অরুণাচল প্রদেশ বিধানসভার ভোটের আগেই মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-সহ অরুণাচল প্রদেশ বিধানসভার ১০ জন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। রোববার (২ জুন) বাকি ৫০টি বিধানসভা ভোটের গণনাতেও বিজেপির নিরঙ্কুশ জয়ের ধারা বজায় থাকায় পেমা খান্ডুই ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রদেশটির।

এক সময়ের কংগ্রেস দুর্গ হিসেবে পরিচিত অরুণাচল বিধানসভায় বিজেপির ঝুলিতে এসেছে ৪৬টি (১০টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়-সহ) আসন। পাঁচটিতে জিতেছেন পড়শি রাজ্য মেঘালয়ের শাসকদল ‘ন্যাশনাল পিপলস্‌ পার্টি’ (এনপিপি) প্রার্থীরা। এনসিপি ৩, পিপলস্‌ পার্টি অফ অরুণাচল (পিপিএ) দু’টি এবং কংগ্রেস একটি আসনে জিতেছে। নির্দল প্রার্থীরা জিতেছেন তিনটি বিধানসভা কেন্দ্রে। বিজেপি সূত্রের খবর, পেমাই আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন সে রাজ্যে।

গত ১৯ এপ্রিল অরুণাচলের পাশাপাশি এবং ৩২ আসনবিশিষ্ট সিকিমে ভোট হয়েছিল এক দফায়। তার সঙ্গেই অরুণাচলে লোকসভার দুটি আসনে এবং সিকিমের একমাত্র কেন্দ্রটিতে ভোটগ্রহণ হয়েছিল। রোববার শুধুমাত্র বিধানসভা ভোটের গণনা হল। অরুণাচল এবং সিকিমে লোকসভা ভোটের গণনা হবে আগামী মঙ্গলবার (৪ জুন) দেশের বাকি অংশের সঙ্গেই।

প্রসঙ্গত, অরুণাচল এবং সিকিমের পাশাপাশি সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতেও। ওই দুই রাজ্যে গণনা হবে ৪ মে।

উল্লেখ্য, ২০১৪ সালে বিধানসভা ভোটে জিতে অরুণাচলে কংগ্রেস সরকার গঠন করলেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯-এর ভোটে সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল পদ্মশিবির। এ বার কংগ্রেস, এনপিপির মতো বিরোধী দলগুলো থাকলেও সেখানে বিজেপির ক্ষমতা পুনর্দখল কার্যত নিশ্চিত বলেই বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিত ছিল। কার্যক্ষেত্রেও তাই ঘটল।

গত ১৫ বছরে ইটানগরে বহুবার রাজনৈতিক টানাপড়েন হয়েছে। ২০১১ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় পেমার পিতা তথা তৎকালীন মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডুর মৃত্যু হয়। এর পরে অশান্তি শুরু কংগ্রেসের অন্দরে। প্রথমে জারবম গ্যামলিন মুখ্যমন্ত্রী হন। কংগ্রেসে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু কংগ্রেস হাইকমান্ডের সমর্থনে ক্ষমতা দখল করেন নাবাম টুকি। ২০১৪ সালের ভোটে কংগ্রেস ৪২ আসনে জিতলে টুকি ফের মুখ্যমন্ত্রী হন।

কিন্তু কালিখো পুলের নেতৃত্বে পেমাসহ বিদ্রোহী কংগ্রেস বিধায়কেরা তাকে সরিয়ে বিজেপির সমর্থনে সরকার গড়েন। মামলা আদালতে গড়ায়। রাষ্ট্রপতি শাসনে টুকি ক্ষমতা ফিরে পেলেও কংগ্রেস নেতৃত্ব পেমার এবং তার অনুগামীদের দাবি মেনে তাকেই মুখ্যমন্ত্রী করেন। পরে পেমার নেতৃত্বে অধিকাংশ বিধায়ক দলবদল করে পিপিএতে যোগ দেন। আঞ্চলিক দল পিপিএ সরকার গড়ে। পরে তারা ফের দল বদলে বিজেপিতে যোগ দেন। এরপর ২০১৯-এর বিধানসভা ভোটে জিতে বিজেপি অরুণাচলে ক্ষমতা দখল করে।

;

আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াসকে রোববার (২ জুন) গ্রেফতার করেছে পুলিশ। সাবেক এই প্রধানমন্ত্রীকে মারগাল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিতর্ক এবং গুলি চালানোর অভিযোগে তার পরিবারের এক সদস্যের করা এফআইআরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ইলিয়াস, অনিল সুলতান, মোহাম্মদ আলী এবং আরও ২৫ জন পাক গালফ কনস্ট্রকশন কোম্পানি ভেঙে দেন।

তানভীর ইলিয়াসের মুখপাত্র জানিয়েছে, পুলিশ ইলিয়াসকে গ্রেফতারের সময় তার বাড়ির চারদিকে ঘিরে রেখেছিল। তবে ইসলামাবাদ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রেফতারের আগে সব ধরনের আনুষ্ঠানিকতা পূরণ করা হয়েছিল।

;

চাঁদের দূরবর্তী স্থানে চীনের স্পেসক্রাফটের অবতরণ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চীন জানিয়েছে, তাদের পাঠানো একটি স্পেসক্রাফট চাঁদের দূরবর্তী স্থানে নিরাপদে ও সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। এটি মে মাসে চাঁদের উদ্দেশে পাঠানো হয়।

রোববার (২ জুন) বিবিসি চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থার বরাত দিয়ে এ খবর জানায়।

চীনের পাঠানো এ স্পেসক্রাফট চেঙ্গ’ই ৬-এর ওজন ২ কেজি। চীনের মহাশূন্য বিজ্ঞানীরা বলছেন, এই স্পেসক্রাফটটি ছিল মানবশূন্য।

এই স্পেসক্রাফটটি চাঁদের এমন দূরবর্তী স্থানে অবতরণ করেছে, যেখানে এর আগে কেউ সেখানে স্পেসক্রাফট পাঠানোর চেষ্টা করেনি।

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে, চেঙ্গ’ই ৬ রোববার সকাল ৬টা ২৩ মিনিটে (শনিবার ২২:২৩ জিএমটি) চাঁদের দক্ষিণ মেরুর এইটকিন উপত্যকায় নিরাপদে অবতরণ করে। স্পেসক্রাফটি ৩ মে উৎক্ষেপণ করা হয়েছিল।

এরপর ল্যান্ডারের রোবোটিক হাত মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করবে, যা আগে কোনো দেশ সংগ্রহ করতে পারেনি। ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুর যেখানে অবতরণ করে, সেখানে প্রচুরসংখ্যক গর্ত রয়েছে। এখানে অতি প্রাচীন পাথরও রয়েছে।

চীনের মহাশূন্য সংস্থা বলছে, স্পেসক্রাফটির অবতরণ স্থলটি ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ এবং সেখানে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করা অতি দুঃসাধ্যের।

এর আগে চীনের চেঙ্গ’ই-৪ ল্যান্ডার ২০১৯ সালে উইনচ্যাঙ্গ স্পেস লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। একই লঞ্চিং সেন্টার থেকে উৎক্ষেপণ করা চেঙ্গ’ই-৬ স্পেসক্রাফট।

ল্যান্ডার হোবারটি ১শ মিটার (৩শ ২৮ মিটার) উঁচু থেকে অবতরণ করে এবং এটি নিরাপদে অবতরণের জন্য ৩ডি ক্যানার ব্যবহার করা হয়। দ্য কিউকিয়াও-২ স্যাটেলাইটের মাধ্যমে এর অবতরণ রিলে করা হয়।

সিএনএসএ জানাচ্ছে, ল্যান্ডারটি তিনদিন ধরে চাঁদের মূল্যবান পাথর ও অতি প্রাচীন পাথর সংগ্রহ করবে।

এ বিষয়ে ইউনির্ভার্সিটি অব ম্যানচেস্টারের অধ্যাপক জন পারনেট ফিশার বলেন, আমরা ভীষণ উত্তেজিত যে, আমরা যে ধরনের পাথর এখানে দেখতে পেয়েছি, যা এর আগে আমরা দেখিনি।

তিনি জানান, এ ধরনের পাথর বিশ্লেষণ করে আমরা চাঁদ কীভাবে গঠিত হলো সে বিষয়ে আরো ভালোভাবে জানতে পারবো। সৌরজগতে কীভাবে পানি তৈরি হলো, সে বিষয়েও ব্যাপকভাবে ধারণা পাবো।

তিনি আরো জানান, এর আগে চাঁদে পাওয়া বেশির ভাগ পাথরই ছিল আইসল্যান্ড বা হাইতির আগ্নেয়গিরিতে পাওয়া পাথরের মতোই।

;