ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইইউ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজার রাফাহতে চালানো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলকে বুধবার (১৫ মে) আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ব্লকটি সতর্ক করে বলেছে, ‘অভিযান বন্ধ করতে করতে ব্যর্থ হলে ব্লকটির সঙ্গে সম্পর্ক নষ্ট হবে ইসরায়েলের।’

বিজ্ঞাপন

ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল রাফাহতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে, তা অনিবার্যভাবে ইসরাইলের সঙ্গে ইইউ-এর সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাহতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞাপন

তারা ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ‘এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানকার লোকজনকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে।’

ফিলিস্তিনের প্রধান সাহায্য দাতা এবং ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এই ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ‘ইসরায়েল রাফাহ এবং এর আশেপাশের ১০ লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে- যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ইইউ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে তা করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে।’