সিএএর আওতায় প্রথমবারের মতো ১৪ জন পেলেন নাগরিকত্ব
প্রথমবারের মতো বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় ১৪ জনকে নাগরিকত্ব দিয়েছে ভারত।
বুধবার (১৫ মে) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে নির্যাতিত অমুসলিম অভিবাসীদের সিএএর আওতায় প্রথমবারের মতো ১৪ জনের হাতে নাগরিকত্বের নথি তুলে দিল ভারত।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা বলেন, সিএএর আওতায় প্রথমবারের মতো কয়েকজনের হাতে নাগরিকত্ব সনদ তুলে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রথম দফায় ৩০০ জনকে নাগরিকত্ব সনদ দেওয়া হবে।
লোকসভা ভোটের আগে এই আইন বলবৎ হওয়ায় দেশজুড়ে হইচই পড়ে যায়। আইনটি কার্যকরের পাশাপাশি যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা হবে বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর সেই কাজটিই শুরু হল আজ থেকে।
প্রথম দফায় ১৪ জনের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকত্ব সনদ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি প্রস্তুত রয়েছে। তৈরি করা হয়েছে অনলাইন পোর্টালও। পুরো প্রক্রিয়াটি অনলাইনেই হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে এই আইন তৈরি হলেও তা শেষ পর্যন্ত দেশে কার্যকর হয় চলতি বছর। তবে লোকসভা ভোটের কথা মাথায় রেখেই খুব দ্রুত যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে বলে খবর পাওয়া গিয়েছিল।