হামাসের হামলা : ইরান, চীন ও রাশিয়াকে দায়ী করলেন হ্যালি

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলে হামলার জন্য ইরান, রাশিয়া ও চীনকে দায়ী করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।

ওই হামলায় ধ্বংস হওয়া ইসরায়েলের একটি এলাকা পরিদর্শনের সময় হ্যালি বলেন, ‘মার্কিন প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে যুক্তরাষ্ট্রের মাটিতেও অনুরূপ হামলার সম্ভাবনা রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যদি আমরা চুপচাপ বসে থাকি, তাহলে আমেরিকাতেও এই ধরনের হামলা ঘটতে পারে।’

ফ্লোরিডার সাবেক এই গভর্নর অভিযোগ করেছেন যে, ‘হামাসের এই হামলার আয়োজন করেছে ইরান, রাশিয়ার গোয়েন্দারা তথ্য সহায়তা দিয়েছে এবং অর্থের জোগান দিয়েছে চীন।’

বিজ্ঞাপন

যদিও তার এই দাবির বিপরীতে কোনও প্রমাণ দিতে পারেনি তিনি।

টাইমস অফ ইসরায়েলকে হ্যালি বলেন, ‘চীন শুরু থেকেই ইরানকে অর্থায়ন করে আসছে। রাশিয়ার গোয়েন্দারা ইসরায়েলের কোথায় তী আছে তা জানতে সাহায্য করেছে। ইরান তাদের প্রশিক্ষণ দিতে সাহায্য করেছে। এরা সবাই খুনি এবং খুনির সহযোগী।’

উল্লেখ্য, হ্যালির এই অভিযোগ সত্ত্বেও ওই হামলায় রাশিয়া বা চীনা জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।

এদিকে, গাজায় সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন ইসরায়েলের সমালোচনা করে আসছে।

হামাসের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলের পদ্ধতির সমালোচনা করে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মস্কো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবও পেশ করেছে।