কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

বুধবার (২৯ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রচার করার জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই নির্দেশ অনুযায়ী আগামী ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে জামিনের মেয়াদ আরও সাত দিনের জন্য বাড়ানোর আবেদন করে কেজিওয়াল।

কেজরিওয়াল তার আবেদনে জানান, হঠাৎ ওজন কমে যাওয়া এবং ক্রিয়েটিনিনের স্তর বেড়ে যাওয়ার কারণে তাকে সিটি স্ক্যানসহ অনেকগুলো শারীরিক পরীক্ষা করাতে হবে। এছাড়া তার যেসব উপসর্গ রয়েছে তা থেকে হৃদযন্ত্র, কিডনির সমস্যা এমন কি ক্যানসারের আশঙ্কাও রয়েছে। তাই তিনি ২ জুনের পরিবর্তে ৯ জুন আত্মসমর্পণ করতে চান। তবে কেজরিওয়ালকে সেই অনুমতি দিতে রাজি হয়নি শীর্ষ আদালত।

বিজ্ঞাপন

এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাইলে নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারেন কেজরিওয়াল।

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল। লোকসভা ভোট শুরু হওয়ার আগেই গ্রেফতার করা হয়েছিল তাকে।