বিক্ষোভকারী বিদেশী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের দেবেন ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভের নিন্দা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বিক্ষোভে অংশ নেওয়া বিদেশী শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ওয়াশিংটন পোস্ট অনুসারে, নিউইয়র্কে একটি দাতা অনুষ্ঠানে বক্তৃতা করার সময় মার্কিন ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ দমন করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প।
তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো থেকে বিক্ষোভ দমন করার জন্য নিউইয়র্কের পুলিশ বিভাগের প্রশংসা করে বলেন, ‘অন্যান্য শহরগুলোরও এটি অনুসরণ করা দরকার। কারণ, ইসরায়েলবিরোধী বিক্ষোভ বন্ধ করতে হবে।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি সব সময় একটা কাজ করি। সেটা হলো শিক্ষার্থীরা প্রতিবাদ করলে আমি তাদের দেশ থেকে বের করে দিই। আপনি জানেন, এই বিক্ষোভে সেখানে প্রচুর বিদেশী শিক্ষার্থী আছে। আমার এই কথা শোনা মাত্রই তারা ঠান্ডা হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এই আন্দোলনকে ২৫-৩০ বছরের জন্য স্তব্ধ করে দেব।’
এদিকে বিক্ষোভকারীদের দুঃসাহসের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ক্যারোলিন লেভিট।
লেভিট বলেন, ‘জো বাইডেন ইলহান ওমর এবং রাশিদা তালিবের মত উগ্র বামপন্থী ডেমোক্র্যাটদের পক্ষ নিয়ে আমাদের কলেজ ক্যাম্পাসগুলোকে ধ্বংস করেছেন এবং ইহুদিবিরোধী বিক্ষোভকারীদের সাহস জুগিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ট্রাম্প ইহুদি আমেরিকান এবং আমেরিকান নাগরিকদের পাশে থাকবেন। তিনি আমাদের ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য সহ্য করবেন না।’