কিমের তদারকিতে রকেট পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
দশটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের একদিন পরে একাধিক রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পরীক্ষার তত্ত্বাবধানে শুক্রবার (৩১ মে) এই রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
কিম জং উনের তত্ত্বাবধানের রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষার ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ।
কেসিএনএ কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইউনিফর্ম পরা জেনারেলদের সঙ্গে হাসছেন বাদামী রঙের চামড়ার জ্যাকেট পরিহিত কিম।
এদিকে বিশ্লেষকদের মতে, ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ায় পাঠানোর আগে কামান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং উৎপাদন বাড়াতে পারে পারমাণবিক অস্ত্রে সশস্ত্র উত্তর কোরিয়া।
অন্যদিকে উত্তর কোরিয়া বলেছে, এই রকেটগুলোতে পারমাণবিক ওয়ারহেড লাগানো যেতে পারে।
কেসিএনএ’র রিপোর্টে বলা হয়েছে, ‘এই মহড়ার উদ্দেশ্য হলো আমাদের প্রতিদ্বন্দ্বীরা যদি আমাদের উসকানি দেয়, তাহলে তারা কী পরিণতির মুখোমুখি হবে তা স্পষ্টভাবে দেখানো।’
কেসিএনএ’র রিপোর্টে আরও বলা হয়েছে, যেকোনো সময় আত্মরক্ষার তাগিদে যেকোনো স্থানে আক্রমণ চালাতে দ্বিধা করবে না উত্তর কোরিয়া।
কেসিএনএ জানিয়েছে, শুক্রবার ছোড়া রকেটগুলো ৩৬৫ কিলোমিটার দূরে একটি দ্বীপের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে।