ইন্ডিগোর বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে বোমা হামলার হুমকি পাওয়ার পর চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান জরুরি অবস্থায় অবতরণ করেছে।

শনিবার (১ জুন) দ্য মুনসিফ ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগো এয়ারলাইনের ৬ই৫৩১৪ ফ্লাইটে বোমা হামলার শঙ্কায় চেন্নাই থেকে মুম্বইগামী একটি বিমান জরুরি অবস্থায় অবতরণ করেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বিমানটি অবতরণ করে এবং বিমানে থাকা মোট ১৭২ যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে।

ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সব ধরনের নিরাপত্তা তল্লাশির পর সন্তুষ্ট হওয়া গেলে সেটিকে পুনরায় টার্মিনালে নিয়ে যাওয়া হবে।’

বিজ্ঞাপন

এর আগে গত ২৮ মে (মঙ্গলবার) ইন্ডিগো এয়ারলাইনের আরেকটি বিমানে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। ওই ঘটনায় উড়াল দেয়ার কয়েক মিনিট আগে ওই ফ্লাইটটির যাত্রা স্থগিত করা হয়। পরে সব যাত্রীকে জরুরি নির্গমন পথ দিয়ে বাইরে বের করে তল্লাশি অভিযান শুরু করা হয়।

তবে বিমানটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে।