মোদিকে অভিনন্দন জানালো চীন ও জাপান

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে জয়লাভ করায় বুধবার (৫ জুন) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে চীন ও জাপান।

অভিনন্দন বার্তায় বেইজিং জানিয়েছে, তারা নয়াদিল্লির সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারত ও চীনের স্থিতিশীল সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুই দেশ ও জনগণের মৌলিক স্বার্থে ভারতের সঙ্গে কাজ করতে রয়েছে চীন।’

অন্যদিকে, ক্ষমতাসীন নরেন্দ্র মোদির এনডিএ জোট জয়লাভ করায় জাপানও বুধবার অভিনন্দন জানিয়ে বলেছে, টোকিওর একটি গুরুত্বপূর্ণ অংশীদার নয়াদিল্লি।

বিজ্ঞাপন

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, ‘মোদির নেতৃত্বাধীন জোটকে বিজয়ী ঘোষণা করায় আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার ভারত এবং আমরা জাপান-ভারত সম্পর্ক জোরদার করা অব্যাহত রাখবো।’

উল্লেখ্য, বুথফেরত জরিপে মোদির হিন্দু জাতীয়তাবাদী দলের বড় ধরনের জয়ের অনুমান করা হলেও এক দশকের মধ্যে এই প্রথমবারের মতো তার দল পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারালো।