ইউক্রেনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ন্যাটোর

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনে সেনা মোতায়েনের ব্যাপারে ন্যাটোর কোনো পরিকল্পনা নেই বলে বৃহস্পতিবার (৬ জুন) জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।

ফিনল্যান্ডে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা কীভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন আরও শক্তিশালী করতে পারি তার ওপর গুরুত্ব দিচ্ছি।’

বিজ্ঞাপন

এ বিষয়ে স্টলটেনবার্গের কথার পুনরাবৃত্তি করে স্টাবও বলেন, ‘ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই ফিনল্যান্ডের।’

তিনি আরো বলেন, ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করে যাচ্ছে ফিনল্যান্ড।

বিজ্ঞাপন

ওই সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ আরো বলেন, রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি দেখছেন না। এমনকি সংঘাত শেষ হওয়ার পরেও না।