নির্বাচিত হলে টিকটক নিষিদ্ধ করবেন না ট্রাম্প
পুনরায় নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করবেন না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে ট্রাম্প বলেছেন, ‘পুনরায় নির্বাচিত হলে আমি কখনোই যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করবো না।’
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিপরীতে তার ভবিষ্যত সিদ্ধান্ত পরিস্কার করলেন ট্রাম্প।
তিনি টিকটকে যোগদানের কয়েক দিনের মধ্যে এই বহুল ব্যবহৃত সামাজিক নেটওয়ার্কিং অ্যাপে ট্রাম্পের অবস্থান পরিবর্তিত হয়েছে বলে জানা গেছে।
ট্রাম্প অবশ্য প্রেসিডেন্ট থাকাকালীন প্রথমে এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেছিলেন। গত মার্চ মাসেও টিকটকের সম্ভাব্য নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান ছিল তার। এবার তিনি টিকটকের প্রতি তার সম্পূর্ণ সমর্থন ঘোষণা করলেন।
ট্রাম্প গত বৃহস্পতিবার স্পষ্টভাবে টিকটকের প্রতি তার সমর্থন প্রকাশ করেন।
কনজারভেটিভ দলীয় কর্মী চার্লি কার্কের সঙ্গে আলাপকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করার বিরোধিতা করেন ট্রাম্প।
উল্লেখ্য, গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিল অনুমোদন করেছিলেন , যে বিলে বলা হয়েছে, আগামী জানুয়ারির মাঝামাঝি টিকটককে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।