কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হলেন সোনিয়া গান্ধী
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন দলটির নেতা সোনিয়া গান্ধী। শনিবার (০৮ জুন) রাজ্যসভায় কংগ্রেসের সংসদ সদস্য প্রমোদ তিওয়ারি এএনআইকে এ তথ্য জানিয়েছেন।
রোববার (৯ জুন) খবর ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে কংগ্রেস সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। এরপরই সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়।
চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘সোনিয়া গান্ধীজি পুনরায় সংসদীয় কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়া আমাদের কাছে অত্যন্ত আনন্দের।’
ওই বৈঠকে খাগড়ে ও সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কার্তি চিদাম্বারাম, রাজীব শুক্লাসহ অনেক নেতা।
এবারের নির্বাচনে বেশ ভালো ফল করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। লোকসভায় ২৩০টির বেশি আসন পেয়েছে এই জোটের দলগুলো। অপর দিকে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে মোট ২৯৩টি আসন।